বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল ফরচুন বরিশাল, দুইয়ে ছিল চিটাগং কিংস। শীর্ষ দুই দল আজ মাঠে নামছে প্রথম কোয়ালিফায়ারে। ফাইনালে ওঠার লড়াইয়ে চিটাগংয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
আজ এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট কাটবে। তবে যে দল হারবে তাদের বাদ পড়ে যাবার সুযোগ থাকছে না। হারলেও আরেকটি সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার।
এদিকে কোয়ালিফায়ার ম্যাচে দলের সক্ষমতা বেড়েছে বরিশালের। টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল মায়ের্স আইএল টি-টোয়েন্টি শেষে আবার ফিরেছেন বিপিএলে, যোগ দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে।
ফরচুন বরিশাল একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগং কিংস একাদশ- খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলি, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।