দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউমাস ওভালে রোববার ফাইনালে প্রোটিয়াদের ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে নিকি প্রসাদের দল।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তোপে একশর আগেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে তারা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৮২ রান। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে মিকে ফন ভুর্স্ট সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া, জেম্মা বোথা ১৬, ফে কাউলিং ১৫ ও কারাবো মেসো ১৫ রান করেন। তবে বাকিরা ব্যর্থ হন, চারজন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি।
ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ত্রিশা গংদি। এছাড়া, পারুনিকা সিসোদিয়া, আয়ুশী শুক্লা ও বৈষ্ণবী শর্মা ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেট পান শবনম শাকিল।
৮৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে জি কমলিনী (৮) ফিরে গেলেও ভারত কোনো চাপে পড়েনি। ত্রিশা গংদি ও সনিকা চালকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ভারত। ত্রিশা ৪৪ ও সনিকা ২৬ রানে অপরাজিত থাকেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ত্রিশা গংদি।