বাগেরহাটের ফকিরহাটের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠ ও শেডে মহিষগুলোর মৃত্যু হয়। খাদ্যে বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু হতে পারে ধারণা কর্তৃপক্ষের।
খামারের কর্মী আক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে ঘাস খাওয়ানোর জন্য খামারের লেকের পুকুরসংলগ্ন মাঠে নেওয়া হয় মহিষগুলো। কিছুক্ষণ পরই ছটফট করতে করতে কয়েকটি মহিষ মারা যায়। দ্রুত অবশিষ্ট মহিষগুলো শেডে আনা হয়। একে একে ১৮টি মহিষ মারা যায়। আরও দুটি মহিষ মুমূর্ষু অবস্থায় রয়েছে।
মৃত্যুর কারণ জানতে জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মণ্ডলের নেতৃত্বে মহিষের ময়নাতদন্ত করা হচ্ছে। তিনি বলেন, পরীক্ষার জন্য মহিষের প্রয়োজনীয় অঙ্গ ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
রাজু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, খামারের ভেতরে পুকুরে কর্মচারীরা মাছ চাষ করেন।
ওই মাছের জন্য রাখা পচা খাবার খেয়ে মহিষগুলো হয়তো মারা গেছে। মাঝে মাঝেই এভাবে মহিষ অসুস্থ হয়।
খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব বলেন, ১৮টি মহিষের মৃত্যু হয়েছে, দুটির অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
Leave a comment