প্যারিস অলিম্পিক গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার বয়ী বান হিওইন। ১৬ বছর বয়সী এই শুটার এখনো স্কুলের গন্ডি পেরোননি।
সোনার লড়াইয়ে হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। নির্ধারিত শটের পর দুজনের পয়েন্টই ছিল ২৫১.৮, এটি অলিম্পিক রেকর্ডও বটে। এরপর শুটঅফে নির্ধারিত হয় সোনা। সেখানে হিওইন জিতলে সোনা জয়ের আনন্দে ভাসে দক্ষিণ কোরিয়া।
এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট। দক্ষিণ কোরিয়ার হয়ে অলিম্পিক ইতিহাসে ১০০তম সোনা জয়ের ইতিহাস গড়লেন হিওইন।