সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দিলেও পরিচালক পদে রয়েই গিয়েছিলেন নাজমুল হাসান। এবার সেই সম্পর্কটুকুও শেষ হয়ে গেল। তার সঙ্গে একইভাবে পরিচালক পদ হারালেন আরও ১০ জন।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ। এছাড়াও আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এ দিনের বোর্ড সভায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই পরিচালকরা আড়ালে আছেন। নানা সূত্রে জানা গেছে, নাজমুল হাসান লন্ডনে, ইসমাইল হায়দার দুবাইয়ে, এরকম তাদের অনেকেই দেশের বাইরে আছেন।