খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে যে উন্নয়ন করেছে তা ইতিপূর্বে কোন সরকার করেনি। বিএনপি-জামায়াত সরকারের সময়ে যখন বিদ্যুতের অভাবে দিনের অধিকাংশ শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হতো। আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পরে ৩ হাজার ৭৮২ মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ২২৭ মেগাওয়াটে উন্নীত করেছে। অর্থাৎ প্রায় ৮ গুণ বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। দেশের দারিদ্রতার হার ২০০৬ সালে যেখানে ছিল ৪১.৫১ শতাংশ সেখানে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২০.৫০ শতাংশ। উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে শিশু মৃত্যুর হার কমেছে ৪গুন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কারণে স্বাক্ষরতার হার বেড়েছে প্রায় দ্বিগুণ। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এ ভাবে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে অবদান রেখেছে।
তিনি আরো বলেন, খুলনায়ও বর্তমান সরকারের সময় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসম্পন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করতে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও খুলনাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার আহŸান জানান তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২৪নং ওয়ার্ডের জনসভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম। বিশেষ বক্তার বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, অধ্যাপক রুনু ইকবাল বিথার, মোঃ তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, হাফিজুর রহমান হাফিজ, এস এম আসাদুজ্জামান রাসেল, মোঃ জাকির হোসেন, ইদ্রিস আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তিনি বেলা ১১টায় নগরীর ১৬নং ওয়ার্ডের হাবিব নগর থেকে শুরু করে রায়েরমহল এলাকা, বয়রা বাজার, শ্মশানঘাট এলাকায় গণসংযোগ করেন।