সব ধরনের ক্রিকেট থেকে ১৮ মাস নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা। হরমন বর্ধক ড্রাগ নিয়ে তার শরীরে টেস্টোস্টেরন ধরা পড়ায় নিষিদ্ধ হন তিনি। আগামী বছরের মার্চে তার ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। এরপর সাবেক জুভেন্টাস ও ম্যানইউ মিডফিল্ডারকে দলে নেওয়ার কথা ভাবছে প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার সিটি।
সংবাদ মাধ্যম ইন্ডিপিনডেন্ট এমনটাই দাবি করেছে। নিষিদ্ধ হওয়ার সময় পগবা জুভেন্টাসে ছিলেন। নিষিদ্ধ হওয়ার পর ইতালির ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করে। নিষেধাজ্ঞা উঠে গেলেই ফ্রি এজেন্টে যেকোন সময় যেকোন ক্লাবে যোগ দিতে পারবেন তিনি।
ম্যানসিটি চলতি মৌসুমে খারাপ সময় পার করছে। মিডফিল্ডার রদ্রি ও কেভিন ডি ব্রুইনি একসঙ্গে ইনজুরিতে পড়েন। ডি ব্রুইনি ফিরলেও চলতি মৌসুমে রদ্রির ফেরার সম্ভাবনা কম। তার বিকল্প খুঁজছে সিটিজেনরা। রদ্রির বিকল্প ভাবনায় পেপ গার্দিওলার মাথায় এসেছে পগবার নাম।
সংবাদ মাধ্যম দাবি করেছে, পগবাও ইত্তিহাদে আসতে মুখিয়ে আছেন। নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে জোর অনুশীলন শুরু করেছেন তিনি। যাতে ফিটনেস নিয়ে জটিলতা না থাকে। এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, ফ্রান্সের ক্লাব মার্সেই তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তার যুক্তরাষ্ট্রের লিগে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়।