সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে একসঙ্গে দেখা গেছে আফরান নিশো ও তৌসিফ মাহবুবকে। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন এবং কথা বলছেন। হুট করে তাদের এমন ছবি সামনে এলো কেনো? তাহলে কি তারা উভয় একসঙ্গে কোনো কাজ করছেন? এমন প্রশ্ন উঠেছে ভক্ত ও অনুরাগীদের মধ্যে।
সেই ছবির সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে জানা গেল আসল তথ্য। ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিংয়ে এখন রাজশাহীতে আছেন তৌসিফ। পাশেই দাগী সিনেমার শুটিং করছিলেন আফরান নিশো। যে ছবিটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি শুটিং হওয়াতেই দেখা দুই অভিনেতার।
ছবির নেপথ্যের গল্প জানতে যোগাযোগ করা হয় তৌসিফ মাহবুবের সঙ্গে। তিনি বলেন, আমি আর নিশো ভাই পাশাপাশি শুটিং সেটে শুটিং করছিলাম। শুটিং থেকে বের হওয়ার সময় আফরান নিশোর ভাইয়ের সঙ্গে দেখা হয়। অনেক দিন পর নিশো ভাইয়ের সঙ্গে দেখা হলো। তবে আমাদের একসঙ্গে কিছু আসছে না।
জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রথম প্রথম প্রেম’ নামের একটি নাটকের শুটিং করছেন তৌসিফ। যদিও নাটকটির শুটিং করার কথা ছিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হুট করেই এ বিশ্ববিদ্যারয়ে ছাত্রদের আন্দোলনের কারণে লোকেশন পরিবর্তন করে রাজশাহীতে নেওয়া হয়। এই নাটকের শুটিং করতে গিয়েই দেখা নিশোর সঙ্গে।