ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের একটি হ্যাট নিলামে বিক্রি হতে যাচ্ছে। রোববার প্যারিসে এটি বিক্রি হবে।
১৯ শতকে নেপোলিয়ন ফরাসি সাম্রাজ্য শাসন করেন। আর হ্যাটটি তখনকার।
বিশেষ ধরনের কালো রঙের হ্যাটটির দাম হবে ৬ লাখ থেকে ৮ লাখ ইউরো বা ৫ লাখ ২৫ হাজার ৮৫০ ডলার থেকে ৭ লাখ ১ হাজার ১৩১ ডলারের মধ্যে।
ইতিহাসবিদরা বলেন, হ্যাটটি নেপোলিয়ানের ব্র্যান্ডের একটি অংশ ছিল। যুদ্ধক্ষেত্রে তাকে যেন আলাদাভাবে চেনা যায়, সেজন্য এটি পরতেন তিনি।
নেপোলিয়ানের ১২০টি বাইকর্ন (দুই কোনা বিশিষ্ট মোরগ টুপি) হ্যাঁট ছিল। এর মধ্যে ২০টি অবশিষ্ট আছে বলে মনে করা হয়। অনেক হ্যাট ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।
হ্যাটটি একজন শিল্পপতির সংগ্রহে ছিল। গত বছর তিনি মারা যান। তার সংগ্রহে থাকা নেপোলিয়নের আরও স্মৃতিচিহ্নের সঙ্গে হ্যাটটিও বিক্রি হচ্ছে।
নিলামকারী জিন পিয়েরে ওসেনাত বলেন, সবখানে হ্যাটটি পরিচিত ছিল। যুদ্ধক্ষেত্রে এটি দেখলে সবাই জানতে পারতেন নেপোলিয়ান সেখানে আছেন।