বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পঞ্চম ধাপের ইউপি নির্বাচন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পঞ্চম ধাপে নির্বাচনকে কেন্দ্র করে ৫ জেলায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব বলেন, এর দায় কমিশনের নয়, প্রার্থীদের নিতে হবে। তবে ভোট খুব ভালো হয়েছে।
মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৭০ শতাংশের ওপর ভোট পড়ার আশা করছি।
উল্লেখ্য, বিচ্ছিন্ন সহিংসতায় পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশের ৪৮ জেলার ৯৫টি উপজেলায় একযোগে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।
পিএসএন/এমঅাই