মেয়েদের ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হল রাজশাহীতে। প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে নামলেন নিগার সুলতানা, নাহিদা আক্তাররা। আর প্রথম দিনেই বাঁহাতি স্পিনে উজ্জ্বল নাহিদা। ব্যাটিংয়ে চমৎকার ইনিংস খেললেন শারমিন আক্তার, ফারজানা হক, আয়েশা রহমানরা।
প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করেছে বিসিবি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শনিবার শুরু হওয়া ম্যাচে নর্থ জোনের মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন। একই শহরের বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে ইস্ট জোনের বিপক্ষে লড়ছে সাউথ জোন।
নাহিদার ৭ উইকেট, ফারজানা-রিতুর ফিফটি
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিন খেলা হয়েছে ১০২ ওভার! আগে ব্যাট করে ৯৫ ওভারে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। পরে ৭ ওভারে উইকেট না হারিয়ে সেন্ট্রাল জোনের সংগ্রহ ২৯ রান।
সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমৎকার পারফর্ম করা ফারজানা এবার লাল বলের ক্রিকেটেও উজ্জ্বল। এছাড়া পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনিও।
টস জিতে ব্যাটিংয়ে নামা নর্থ জোনের পক্ষে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন ফারজানা ও রিতু। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও পারেননি ফারজানা। নাহিদার বলে কট বিহাইন্ড হন অভিজ্ঞ ব্যাটার।
ইনিংস সূচনা করতে নেমে সাড়ে চার ঘণ্টার বেশি ব্যাটিং করেন ফারজানা। ২৪৬ বলের ইনিংসে ১০ চারে ৮৬ রান করেন তিনি। এছাড়া ১০ চারে ১২১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রিতু।
নর্থ জোনের ব্যাটারদের একাই কঠিন পরীক্ষা নেন নাহিদা। ২৭ ওভারে ১৫ মেইডেনসহ মাত্র ৪৮ রানে তিনি নেন ৭ উইকেট।
শারমিনের ৮৮ রানের জবাবে আয়েশার অপরাজিত ৮২
সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরেন শারমিন আক্তার। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দারুণ ব্যাটিং করেন তিনি। সেই ছন্দ এবার বিসিএলেও টেনে আনলেন টপ-অর্ডার ব্যাটার।
শারমিনের আশি ছোঁয়া ইনিংসের পরও অবশ্য ১৯৩ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। পরে দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ফেলে সাউথ জোন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইস্ট জোন। ষষ্ঠ উইকেটে ৯০ রানের জুটি গড়েন শারমিন ও অধিনায়ক ফাহিমা খাতুন।
১৬ চারের সঙ্গে ২ ছক্কায় ১০১ বলে ৮৮ রান করেন শারমিন। ফাহিমার ব্যাট থেকে আসে ১০১ বলে ৩৪ রান। এছাড়া শরিফা খাতুন খেলেন ৩০ রানের ইনিংস।
সাউথ জোনের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুলতানা খাতুন।
পরে শামিমা সুলতানা ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতে আসে ৭৬ রান। শামিমা ফেরেন ২৮ রান করে।
দিনের বাকি সময়ে উইকেট পড়তে দেননি আয়েশা ও রুবাইয়া হায়দার। তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৮৮ রান।
১৩ চার ও ১ ছক্কায় ১৩০ বলে ৮৮ রানে অপরাজিত আয়েশা। ৭ চারে ৫৮ বলে ৩৮ রানে নতুন দিন শুরু করবেন রুবাইয়া।