পাইকগাছায় সাবেক-বর্তমান কাউন্সিলর ও মহিলা ইউপি সদস্য এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্যদের সাথে মতবিনিময় সভায় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ ধাপে এসে পৌঁছেছে। জাতির পিতাক বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। তাঁরই সুযোগ্যকন্যা নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি সুখী ও গতিশীল অর্থনীতির পথে দেশকে ধাবিত করছে। দেশ গঠনে নারীর ভূমিকা যে অপরিসীম, নেপোলিয়ন তার মতামতের মাধ্যমে তা সুস্পষ্ট করেছেন। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। সরকারের উন্নয়নে নারীদের অবদান এবং শেখ হাসিনার ভূমিকার অনেক গুলো দৃষ্টান্ত তুলে ধরেন। শনিবার বেলা ১১টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটৈ (লোনা পানি কেন্দ্র) পাইকগাছা উপজেলার পৌরসভা, ১০টি ইউনিয়নের সাবেক-বর্তমান কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা, নারী নেতৃত্ব ও দায়িত্ব-কর্তব্যসহ নানা বিষয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের প্রভাষক নিবেদিতা রানী মন্ডল। যুবলীগ নেতা আজিজুল হাকিমের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, কাউন্সিলর আঃ গফফার মোড়ল, যুবলীগের আকরামুল ইসলাম, শেখ রাজু, শফিকুল ইসলাম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ। এসময়ে উপজেলার ১০টি ইউনিয়নের সাবেক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ ও সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্যবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তৃতা দেন।