১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও চমক দেখালো। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শক্তিশালী ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে দিলো। টানা দ্বিতীয় জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ১১৯ রান।
শারজায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভারে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলে তারা। সপ্তম ওভারের চতুর্থ বলে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় তারা। রাবেয়া খানের বলে সুইপ করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন বাউচিয়ার। ১৮ বলে ২৩ রান করেন তিনি, ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। এরপর বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন ফাহিমা খাতুন। নাট স্কাভিয়ের ব্রান্টকে (২) এলবিডব্লিউ করেন ফাহিমা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। বিপজ্জনক হয়ে ওঠা ওপেনার ড্যানি উইয়াট হজের (৪১) উইকেট নেন নাহিদা আক্তার। ফাহিমা ও নাহিদা পরে অ্যালিস ক্যাপসি ও ড্যানিয়েল গিবসনকে নিজেদের দ্বিতীয় শিকার বানান। শেষ ওভারে চার্লিস ডিনকে স্টাম্পিং করে দ্বিতীয় উইকেট নেন রিতু মনি। শেষ পর্যন্ত অ্যামি জোন্সের অপরাজিত ১২ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড।বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং ঋতু মণি দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন রাবেয়া খান।