পাকিস্তানের রাজনীতির অঙ্গন থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের দাবি জানিয়ে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে প্রস্তাব এসেছে। এর আগে বৃহস্পতিবার বেলুচিস্তানেও একই ধরনের প্রস্তাব এসেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) রানা মুহাম্মাদ ফায়াজ পরিষদের সচিবালয়ের কাছে এ প্রস্তাব জমা দেন। এ প্রস্তাবে পিটিআইর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাব মতে, পিটিআই রাজনৈতিক দলের ছদ্মবেশে একটি ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী সংগঠন’। ২৪ নভেম্বরের ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।
এ প্রস্তাবে পিটিআইর বিরুদ্ধে জেনেবুঝে দেশের স্থিতিশীলতা ধ্বংসের চেষ্টা, অরাজক পরিস্থিতি কায়েম করা বা একে উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) অভিযান চালাচ্ছে। তবে তাঁকে গ্রেপ্তারে নতুন কোনো এনএবি দল পাঠানো হয়নি বলে নিশ্চিত করেছে দুর্নীতিবিরোধী পর্যবেক্ষণ সংস্থা।