ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচের হোম সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই লড়াই। আইরিশদের এই সফরের জন্য সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সফরকারী আয়ারল্যান্ড ২২ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ, বাকি দুটি ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ম্যাচগুলো শুরু হবে সকাল ১০ টায়।
এরপর তিনটি টি-টোয়েন্টি খেলতে সিলেটে যাবে দুই দল। ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে ২০ ওভারের ম্যাচ। প্রথম দুইটি দুপুর ২ টায় এবং শেষ ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে।
আগামী শুক্রবার থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি।