কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মানুষকে অতিষ্ঠ করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত)। আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে রেললাইন থেকে’।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করার পর মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিনের দাবি দাওয়া বেড়েই চলেছে। তারা রাস্তা ছেড়ে দিক। জনগণের কোনো দুর্ভোগ যেন তারা সৃষ্টি না করে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা ক্যাম্পাসে গিয়ে তাদের দাবি দাওয়া তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যাক।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটার পেছনে কারা জড়িত সেটা আপনারা জানেন। আপনার ডিটেইলস জানেন।