আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান এখন উদীয়মান একটি শক্তি। গেল দুই বছরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্যের পেছনে বড় অবদান রেখেছেন তাদের ইংলিশ কোচ জোনাথন ট্রট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা আটে থাকা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠার কৃতিত্বের পেছনেও ছিলেন ট্রট।
এই ধারাবাহিক সফলতার কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ট্রটের সঙ্গে নতুন চুক্তি করেছে, যা ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। নতুন চুক্তির অধীনে ট্রটের প্রথম অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ। তবে ব্যক্তিগত কারণে বাকি ফরম্যাটে থাকবেন না তিনি। ট্রটের পরিবর্তে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন হামিদ হাসান। তার সহকারী হিসেবে কাজ করবেন নওরোজ মঙ্গল।
এর আগে ২০২২ সালে ১৮ মাসের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নিয়েছিলেন ট্রট। পরে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করে তার কোচিং দক্ষতায় মুগ্ধ করে আফগান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে হেড কোচের দায়িত্ব পালন করবেন হামিদ হাসান।ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৪ ওয়ানডে এবং ৪৪ টি-টোয়েন্টির মধ্যে ২০ ম্যাচে জয় পেয়েছে।