প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার। শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন কমপ্লিট করে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। বছরটা দুর্দান্ত ভাবে শেষ করে এবার লিটন-মিরাজদের দেশে ফেরার পালা।
টি-টোয়েন্টি দলের সদস্যদের ঢাকায় ফেরার সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২২ ডিসেম্বর, রোববার, সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচজন সদস্য ঢাকায় পৌঁছাবেন। একই দিনে বিকেল ৫টায় আরও সাতজন সদস্য একই এয়ারলাইন্সে পৌঁছাবেন। সকালে আসা পাঁচ সদস্য দলটির সমস্ত ব্যাগ বহন করবেন।
২৩ ডিসেম্বর, সোমবার, কাতার এয়ারওয়েজে সকাল ৮টা ৩৫ মিনিটে দুই খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। একই দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আরও চার খেলোয়াড় দেশে ফিরবেন।