আবারও ‘মিটু’ অভিযোগে উত্তাল টালিউড। আরজি কর কাণ্ডের পর যেখানে সমাজ তথা কর্মস্থলে সম্মান-সুরক্ষার দাবিতে পথে নেমে একজোট হয়েছে নারীরা। সেখানে সিনেমা ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী, নারী কলাকুশলীরা কতটা সুরক্ষিত? সেই প্রশ্ন আবারও নতুন করে মাথা চাড়া দিয়েছে। এবার আরও এক অভিনেত্রী যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন। অভিযোগের তীর এক টলিউড প্রযোজকের দিকে।
সম্প্রতি অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তারই ছবির এক অভিনেত্রী। এবার এক প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অরিন্দম পরিচালিত ‘মিতিন মাসি’ খ্যাত অভিনেত্রী। তবে আগেই যৌন হেনস্তাকারীর নাম বললেন না অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছেন, অভিনয়ের পাশাপাশি ওই তরুণী মডেলিং জগতের সঙ্গেও জড়িত। জনপ্রিয় একটি স্বর্ণ সংস্থার বিজ্ঞাপনী মুখও ছিলেন। তিন বছর আগে ওই প্রযোজকের সঙ্গে এক কাজের সূত্রেই আলাপ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। শুটিং মিটে যাওয়ার পরই ওই অভিনেত্রীকে একদিন কফি খেতে বাইরে দেখা করার প্রস্তাব দেন প্রযোজক। তিনিও যান। এরপর থেকেই শুরু হয় হেনস্তা।
অভিনেত্রী জানান, চলতি বছরের মার্চ মাসে হোয়াটসঅ্যাপে অভিনেত্রীকে নিজের অশ্লীল ছবি ও ভিডিও পাঠান ওই প্রযোজক। যা কিনা বিশেষ প্রযুক্তি ব্যবহার করেই পাঠানো, যাতে একবারের বেশি না দেখা যায়। তবে অভিনেত্রীর খটকা লাগায় তিনি ওই ভিডিওর স্ক্রিনশট তুলে রাখেন। ভিডিও পাঠানোর পর বেশ কিছু মেসেজও পাঠান প্রযোজক। পাত্তা দেননি অভিনেত্রী। সম্প্রতি একটি বার্তাও পাঠিয়ে অভিনেত্রীর উত্তর জানতে চান। তবে আইনি পদক্ষেপ করেননি সঙ্কোচবোধ থেকেই। কিন্তু এবার পরিস্থিতি দেখে তার মনে হয়েছে মুখ খোলা দরকার।এই ঘটনা নিয়ে প্রযোজক জানান, ওই অভিনেত্রী আমার পরিচিত, তবে বন্ধু নন। তাই এমন অভিযোগ ওঠার প্রশ্নই ওঠেনা। একটা সময় আমার আইডি হ্যাক হয়েছিল। বিষয়টি অনেকেই জানেন। তখন কী হয়েছে তা আমি জানি না।