জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত আসন্ন টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এ ক্যাম্প। ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। সেখানে নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
আইপিএলের জন্য মুস্তাফিজকে ১ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি তবে সাকিব আল হাসানকে প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়নি অন্য কারণে।
বিসিবি অপারেশন্স প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, চলমান ঢাকা প্রিমিয়ার লীগের সুপার লীগ পর্বের ম্যাচ খেলার জন্য সাকিব মিস করতে যাচ্ছেন প্রথম ৩ ম্যাচ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জিম্বাবুয়ে সিরিজের শেষের দিকে সাকিবকে পাওয়ার কথা জানিয়েছেন।
বিশ্বকাপের চোটে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি ও ওডিয়াই সিরিজ মিস করেন সাকিব। তবে টেস্ট সিরিজের ২য় ম্যাচে ফিরলেও পুরো ফিট ছিলেন না সাকিব। এরপর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে কিছু ম্যাচ খেলেছেন।
এদিকে প্রথম ম্যাচে মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানান প্রধান নির্বাচক। ‘তিনি (মুস্তাফিজ) আসার পর উনাকে আমাদের মেডিকেল টিম পর্যবেক্ষণ করবে তারপর তার সাথে আমরা কথা বলবো। আমার ধারণা প্রথম ম্যাচে তাকে মিস করতে যাচ্ছি আমরা।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্প শেষে (২৮ এপ্রিল) জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষনা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন যারা: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।