ঢালিউড তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলেছে। প্রযোজক ও পরিচালকেরা বলছেন বেশি পারিশ্রমিক নিচ্ছেন অভিনয়শিল্পীরা। কেউ নিচ্ছেন ৩ লাখ আবার কেউ নিচ্ছেন ১৫ লাখ। পরিচালক ও প্রযোজকদের দেওয়া তথ্য থেকে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, ছবিপ্রতি ঢালিউড অভিনেত্রী জয়া আহসান ও পরীমণির কত পারিশ্রমিক।
পরীমণি
চিত্রনায়িকা পরীমণির অভিনয়জীবন শুরু নাটক দিয়ে। প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির জন্য তখন ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। সময়ের সঙ্গে পরীমনির জনপ্রিয়তা বেড়েছে। তাই এখন তিনি ছবিপ্রতি পারিশ্রমিক নেন ২২ লাখ টাকা থেকে ২৮ লাখ এর মধ্যে। দেশে সিনেমাতে অভিনয়ের জন্য পারিশ্রমিক কিছুটা কম নিলেও দেশের বাইরের কাজের জন্য বেশিই পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনেত্রী। ‘ফেলুবক্সী’ ছবিতে পরীমনির পারিশ্রমিক ছিল ২৮ লাখ।
জয়া আহসান
জয়া আহসানের বড় পর্দায় অভিষেক হয় ‘ব্যাচেলর’ চলচ্চিত্র অভিনয় দিয়ে। এরপর অভিনয় করেছেন ঢালিউড, টলিউড এবং বলিউডে। ‘আবর্ত’ ছবিতে অভিনয় দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান তিনি। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয়জীবনের শুরুতে সিনেমায় প্রতি পারিশ্রমিক নিতেন ৬ থেকে ১০ লাখ টাকা। বর্তমানে ১৫ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। ক্ষেত্রবিশেষে এই অংক কমবেশি হয়।