২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য সর্বমোট বাজেট ধরা হয়েছে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা।
এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ হয়েছে ২৮৭২ কোটি টাকা। এ ছাড়া, জলবায়ু ও বনায়নযোগ্য জ্বালানী খাতেও একশ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে তথ্য প্রযুক্তি খাতে পাঁচ বছরে ১০ লাখ স্মার্ট কর্মসংস্থান তৈরির পাশাপাশি একশ কোটি মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যস্থির করেছে সরকার।
সেই লক্ষ্যে, ২০৩১ সাল নাগাদ দেশের অর্থনীতির সকল ক্ষেত্রে সম্মুখসারীর প্রযুক্তি সক্ষমতা বাড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবটিক্স, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকল, স্পেস ও জিওস্পেশিয়াল প্রযুক্তি’সহ চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিকে কেন্দ্র করে সম্মুখসারীর প্রযুক্তিভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবও রয়েছে এতে।
আইসিটি রপ্তানি খাত
আইসিটি রপ্তানি খাত আগামী পাঁচ বছরে পাঁচশ কোটি ও ২০৪১ সাল নাগাদ পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার।
এদিকে, দেশব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ও ট্রান্সমিশন নেটওয়ার্ক নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে বলে উল্লেখ করা হয় এবারের বাজেটে। এ লক্ষ্যে, বিটিসিএল-এর অপটিকাল ফাইবার নেটওয়ার্ক ৫জি উপোযোগীকরণে নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চলছে।
দেশে ক্রমশ বাড়তে থাকা ব্যান্ডউইথের চাহিদা মেটানোর জন্য ২০২৮ সাল নাগাদ দেশের চতুর্থ ও ২০৩৩ সাল নাগাদ পঞ্চম সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প গ্রহণের কথাও উল্লেখ করা হয় এবারের বাজেটে।
জলবায়ু খাত
ঢাকা শহরের ভূমিকম্প নিরূপণ এবং সিলেট ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার ঝুঁকি সংবেদনশীলতার ডেটাবেজ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে এবারের বাজেটে। এ ছাড়া, গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন ও পূর্বাচলের ১২ নম্বর সেক্টরে একটি ইকোপার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে এতে।
ডিজিটাল ব্যাংকিং সেবা চালু
সরকার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বিশ্বব্যাপী প্রচলিত তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর অনুমোদনও দেওয়া হয়েছে এবারের বাজেটে, যেখানে ঋণ প্রদানের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তির সহায়তা নিয়ে ক্রেডিট স্কোরিং সিস্টেম চালু করা হবে।
ইলেকট্রনিক পণ্য
এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর উৎপাদন শিল্পে ব্যবহৃত কমপ্রেশারের দাম বাড়ানো হয়েছে। এমনকি সুইচ, সকেট ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের দামও বেড়েছে।
এ ছাড়া, মোটর শিল্পে ব্যবহৃত কাঁচামাল ইনসুলেটিং ভার্নিশ, লোহা ও তামার তার, অ্যালুমিনিয়াম ধাতু, তামা ও অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি তার, মোটর বুশ ও ক্যাপাসিটরের দামও বেড়েছে।
সিম কার্ড সেবা
এবারের বাজেটে বিভিন্ন সিম ও রিম কার্ড পরিষেবার শুল্ক বাড়িয়ে নেওয়া হয়েছে ২০ শতাংশে, যা এতদিন ছিল ১৫ শতাংশ।
যেগুলোর দাম বেড়েছে
● ফোন ও ইন্টারনেট পরিষেবা
● এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটর
● এলইডি বাল্ব
● বৈদ্যুতিক মিটার
যেগুলোর দাম কমেছে
● এয়ারক্রাফট ইঞ্জিন ও প্রপেলার
● ল্যাপটপ
● মোটরসাইকেল
● ডেঙ্গু টেস্ট কিট
● কিডনি ও ক্যান্সার চিকিৎসা
● ইলেকট্রিক মটর