রূপালি পর্দায় এতদিন যাকে দেখেছি, সেই মানুষকে মাত্র তিন গজ দূর থেকে দেখার অভিজ্ঞতা আনন্দের। সেই সঙ্গে প্রাপ্তি ও উৎফুল্লের। বলছি, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কথা। মাত্র তিন গজ দূর থেকে তাকে দেখলাম ও কথা শুনলাম।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এই আয়োজনে অতিথি হয়ে এসেছেন বলিউডের এই সেনসেশন। জেদ্দার কালচারাল স্কয়ারে এ অভিনেত্রীকে নিয়ে ছিল গুরুত্বপূর্ণ এক সেশন। এসময় ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা শোনালেন শ্রদ্ধা। জানালেন নিজের চাওয়া, প্রাপ্তি আর নারীশক্তির কথা।
সেশনে তরুণ নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে শ্রদ্ধা কাপুর বলেন, ‘কেবল গ্ল্যামারের জন্য কাজ করবেন না। যদি অভিনেতা বা নির্মাতা হতে চান তবে মনে রাখতে হবে- কোনও কাজে গ্ল্যামারের শক্তি মাত্র ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশই হলো কঠোর পরিশ্রম।’
শ্রদ্ধা জানালেন, তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হচ্ছে ‘হাসিনা পার্কার’। কিন্তু কঠিন হলেও সত্য এই কাজটি ব্যবসায়িক দিক থেকে সফল হয়নি। তবে এই ছবিটিই তার অভিনয়ে অনন্যমাত্রা যোগ করেছে। বক্স অফিসে হিট না হলেও এক ধরণের আত্মতৃপ্তি দিয়েছে।
সম্প্রতি শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি ‘স্ত্রী ২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ঝড় তোলে। ছবিটির পরিচালক অমর কৌশিক। এতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা। এটি বক্স অফিসে রেকর্ড গড়েছে এবং শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’কে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়। সেই ছবির সাফল্যের পর এখন নিজের ক্যারিয়ার নিয়ে আরও বেশি সচেতন শ্রদ্ধা কাপুর। পথ চলতে চান সাবধানে।
তার ভাষ্য, “আমি বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই। ‘স্ত্রী ২’ সিনেমাটি আমাকে অনেক সাহস যুগিয়েছে। ভবিষ্যতে যেসব চরিত্রে কাজ করব সেগুলো নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকব। কারণ, আমার কাজ নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। আমার উচিৎ তাদের প্রত্যাশাকে সম্মান করা। সেরা কাজটা এখনো আমার বাকি আছে।’
এখানে শ্রদ্ধার কাছে প্রশ্ন ছুঁড়ে দেন এক সৌদি তরুণ। প্রশ্ন রাখেন সৌদি সিনেমায় অভিনয় করার ইচ্ছে রয়েছে কিনা। একগাল হেসে শ্রদ্ধা উত্তরে বলেন, ‘অবশ্যই। আমিও চাই এখানকার নির্মাতারা আমাকে নিয়ে গল্প ভাবুক। আমি কাজ করতে চাই। সিনেমা তো সিনেমাই। সেটা যে দেশেরই হোক।’
শ্রদ্ধা আরও বলেন, ‘আমি এমন কিছু করতে রাজি নই বা একটার পর একটা কাজ করতে চাই না যা আমার অন্তরকে প্রশান্তি দেবে না। শুধু বিনোদনই শিল্পের অংশ নয়। অনেককিছু নিয়েই শিল্পের বিনোদনকে ছড়াতে হয়। তাই আমি এমন চলচ্চিত্রের অংশ হতে চাই যা আমার জন্য বিশেষ। অভিনেত্রী হিসেবে এখন আমার লক্ষ্য এটাই।’
শ্রদ্ধার আগে উৎসবের কথোপকথন অধিবেশনে অংশ নিয়েছেন কারিনা কাপুর খান ও রণবীর কাপুর।
এছাড়া ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, হলিউড তারকা মিশেল ইয়ো, সিনথিয়া এরিভো, সারাহ জেসিকা পার্কার, নিক জোনাস, জেরেমি রেনার, ব্রেন্ডন ফ্রেজার, এমিলি ব্লান্ট, মাইকেল ডগলাস, ক্যাথেরিন জেটা-জোন্স, ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, অলিভিয়া ওয়াইল্ড, মোনা জাকি, পরিচালক স্পাইক লি, মাইকেল মান, মোহাম্মদ সামি, তার্কিশ তারকা এঙ্গিন আলতান দুজিয়াতান ও নুরগুল ইয়েসিলজায়দেরও কথোপকথন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।