খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে ১) সানিউর রহমান খা@সাইরুল(৩১), পিতা-ছবেদ আলী খা, সাং-ইসলামকাটি খাঁ পাড়া, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Ehosan ul-Haq
Leave a comment
সর্বশেষ
- Advertisement -


