প্রেস বিজ্ঞপ্তি
কবি হাসিনা নাহিদ রচিত সাহিত্য গ্রন্থ ‘তবুও ফুটেছে অঞ্জন’ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে খুলনা বাবু খান রোডস্থ তন্ময় প্রকাশনী মিলনায়তনে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মঞ্জুর মোর্শেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কবি লেখক ও অনুবাদক ড. গাজী আব্দুল্লাহেল বাকী এবং নর্দান ইউনিভার্সিটি খুলনার বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদ।
প্রকাশক অধ্যাপক মিনু মমতাজের সঞ্চালনায় এই প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি হাসিনা নাহিদ, সাংবাদিক গাজী আলাউদ্দিন আহমদ, কবি সৈয়দ আলী হাকিম, সুরাইয়া বেগম, রাজিয়া সুলতানা, আলমাস আরা, শামীমা আফরিন আক্তার, বনানী সুলতানা ঝুমুর, মুর্শিদা আক্তার রনি, হোসনে আরা মাহমুদ লিলি, মনোয়ারা বেগম, নাহিদ সুলতানা, জিনিয়ার রহমান শেলি, নাহিদ পারভীন, শাহিনা বাবর, ফারাহ আহমদ প্রমুখ।
‘তবুও ফুটেছে অঞ্জন’ গ্রন্থটিতে কবির নির্বাচিত কিছু কবিতা, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ ছাড়াও খুলনার কয়েকজন বিশিষ্ট লেখিকার অনুভূতি ছাপা হয়েছে।
কবি হাসিনা নাহিদ খুলনার হাজী মালেক ইসলামিয়া ডিগ্রী কলেজে দীর্ঘ ২৬ বছর ইতিহাসের শিক্ষক হিসেবে অধ্যাপনা শেষে অবসরl নিয়েছেন।
‘তবুও ফুটেছে অঞ্জন’ গ্রন্থটি তন্ময় প্রকাশনীর ৪৪ তম প্রকাশনা। আগামী বছর একুশে বই মেলায় আবও ৬ টি বই প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রকাশক অধ্যাপক মিনু মমতাজ।