খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রক্ত পরিসঞ্চালন বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন, ডাঃ ফিরোজ হাসান, ডাঃ মেহেদী হাসান, ডাঃ সুদিপ পাল, ডাঃ শাহারুখ, ডাঃরনি প্রমুখ। অনু্ষ্ঠানে সেচ্ছায় রক্তদানে বিশেষ অবদানের জন্য শেখ সুজন ব্লাড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এছাড়া সেচ্ছায় রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের বিনামুল্যে রক্ত ও ওষুধ;দান করা হয়।
পি এস/এন আই