খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে উৎসবমুখর পরিবেশে ‘অনন্যা উন্মেষ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ নভেম্বর (শনিবার) ২০ ব্যাচের ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দ ও উৎসবে মেতে উঠে হলের ছাত্রীরা। সকালে রঙ উৎসব, সন্ধ্যায় প্রীতিভোজ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাতে হল প্রাঙ্গণে ‘অনন্যা উন্মেষ’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই সবগুলো হল পরিদর্শন করে উদ্ভূত সমস্যা সমাধানে চেষ্টা করি। বিশেষ করে প্রতিটি হলে খাবার পানির যে সমস্যা ছিল, ইতোমধ্যে তা দূর হয়েছে। তোমরা আমাদের সন্তান, তোমরা আছো বলেই আমরা আছি। হলের ক্যান্টিন চালুসহ তোমাদের যে দাবিগুলো আছে তা অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি এ মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য প্রয়োজন। ধারাবাহিকভাবে প্রত্যেক হলে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা। এ সময় অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ হলের ছাত্রীরা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a comment