১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল এই বছর বাংলাদেশের শেষ ম্যাচ। ফুটবলাররা ক্লাবে যোগ দিয়েছেন। খেলা নেই, তাই চাইলে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও নিজ দেশ স্পেনে চলে যেতে পারতেন। কিন্তু চুক্তির ফয়সালা না হওয়ায় ক্যাবরেরা এখনও অবস্থান করছেন ঢাকায়।
বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল কয়েক দিন আগে স্প্যানিশ এ কোচের সঙ্গে কথা বলেছেন। সেখানে ক্যাবরেরাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। সেই শর্তগুলো ভাবতে তাঁকে এক সপ্তাহের সময় দিয়েছেন তাবিথ।বাফুফে সভাপতি থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসার পরই বাংলাদেশের কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে জানতে তাঁকে ফোন দিলেও রিসিভ করেননি। তবে সমকালের সঙ্গে বাফুফের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, কোচ ক্যাবরেরার ব্যাপারে ইতিবাচক তাবিথ।
ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২২ সালে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ক্যাবরেরা তিন বছর ধরে কোচের চেয়ারে আছেন। তাঁর অধীনে ২৯ ম্যাচ খেলে লাল-সবুজের দলটি জিতেছে মাত্র ৮ ম্যাচে। ১৫টি হারের বিপরীতে ড্র করেছে ৬টিতে। ২০২৪ সালে ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়ায় ক্যাবরেরাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক।বিশেষ করে বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে হারের পরই তাঁকে বরখাস্ত করার সুর উঠেছিল ফুটবলাঙ্গনে। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের কারণে কিছুটা পরিবর্তন হয়েছে দৃশ্যপট।
এদিকে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার আগামীতেও এ স্প্যানিশকে কোচ হিসেবে চান। কিন্তু সবকিছু নির্ভর করছে সভাপতি তাবিথের ওপর। তবে ক্যাবরেরাকে দেওয়া তাঁর শর্তগুলো জানার চেষ্টা করলেও বাফুফের ওই সূত্র তা বলতে রাজি হননি। তারা শুধু এটুকুই জানিয়েছেন, হয়তো জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন ক্যাবরেরা।বাংলাদেশের কোচের বিষয়টি গতকাল নজরে আনলে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার অবশ্য কথা বলতে অপারগতা দেখিয়েছেন, ‘ক্যাববেরার সঙ্গে সভাপতির আলোচনা হয়েছে কিনা, তা আমি জানি না। এটা দেখভাল করে টেকনিক্যাল কমিটি। আমরা এর কিছুই জানি না।’
ক্যাবরেরার মতো নারী দলের কোচ পিটার বাটলার নিয়েও মন্তব্য করেননি বাফুফের সাধারণ সম্পাদক। ইংলিশ কোচ বাটলার যে মেয়েদের দলের কোচ হিসেবে থাকছেন, সেটা কয়েক দিন আগেই নিশ্চিত করেছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাঁর সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এলে বাটলারের চুক্তিও সম্পন্ন হবে।
ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ১ ডিসেম্বর। ৪ তারিখে ছুটিতে ইংল্যান্ড চলে যাবেন বাটলার। জানুয়ারির প্রথম দিকে ঢাকায় আসবেন তিনি। বাটলারের অনুপস্থিতিতে এই সময়ে নারী দলের সহকারী কোচরা কোচিং করাবেন।