আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে এই জায়গা দখলে নিয়েছেন তিনি।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাবরের চেয়ে বেশি রান রয়েছে কেবল রোহিত শর্মার। টি-টোয়েন্টিতে এই ভারতীয় ব্যাটার রান এখন ৪,২৩১। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ৪১ রান করে কোহলিকে ছাড়িয়ে যাওয়া বাবরের রান ৪,১৯২। তার চেয়ে চার রান কম নিয়ে তিনে রয়েছে কোহলি।
রোহিত শর্মাকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৪০ রান প্রয়োজন বাবরের। রোহিত এবং কোহলি দুজনেই যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, তাই এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া বাবরের জন্য এখন শুধুই সময়ের ব্যাপার।
বাবরের পাশাপাশি টি-টোয়েন্টির সেরা ১০ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কুড়ি ওভারের ক্রিকেটে ১০৪ ম্যাচে তার রান ৩,৩২৯।পাকিস্তানের পরের টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজ দিয়েই রোহিতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারতেন বাবর, কিন্তু এই সিরিজের দলে রাখা হয়নি তাকে। তাই টি-টোয়েন্টিতে রানের চূড়ায় চড়তে আরেকটু অপেক্ষা করতে হবে তাকে।