দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার ওয়েনাডেতে ভূমিধসে নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০ জন। মঙ্গলবারের ওই ভূমিধসে এখনো বহু মানুষ আটকে পড়ে আছেন। খবর এনডিটিভি।
রাজ্যের মুখ্য সচিব ভি ভেনু জানিয়েছেন, প্রবল বৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত ২৫০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোর এবং বিমানবাহিনীর হেলিকপ্টার উদ্ধারকাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর থেকে জানানো হয়েছে, ভূমিধসের জায়গায় পৌঁছানোর জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণে সেনাবাহিনীকে সাহায্য করতে বলা হয়েছে।