বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। চোটের কারণে এই দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ১০ নম্বর জার্সিধারী রদ্রিগো। ফলে নভেম্বরের ম্যাচ দুটির জন্য কে পাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন কার গায়ে উঠতে যাচ্ছে সেলেসাওদের বিখ্যাত ১০ নম্বর জার্সি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে উঠছে রাফিনহার গায়ে। বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়েও ভালো ফর্মে আছেন তিনি। অক্টোবরে পেরুর বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন।
ভেনেজুয়েলার বিপক্ষে অবশ্য ব্রাজিলের রেকর্ড বেশ ভালো। দুই দলের ৩০ মোকাবিলায় ২৪ ব্রাজিলের, ভেনেজুয়েলা জিতেছে মাত্র দুটি ম্যাচ। ব্রাজিল সমস্যায় আছে চোট নিয়ে। ১ নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার চোটে পড়ে গত মাস থেকে মাঠের বাইরে। গত সপ্তাহে নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার এডার মিলিতাও ও ফরোয়ার্ড রদ্রিগো। এর মধ্যে তাদের জন্য সুখবর হলো, চোট থেকে ফিরেছেন তাদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন তিনি। বার্সা স্ট্রাইকার রাফিনহাও ফর্মে আছেন।