সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। শঙ্কার মেঘ উড়িয়ে চোট কাটিয়ে ২৩ জনের দলে ফিরেছেন ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার। স্কোয়াডে নতুন মুখ ৯ জন।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২২ সালে ওই শহরেই প্রথমবারের মতো সাফ মুকুট জিতেছিল লাল-সবুজের মেয়েরা। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরুর পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশনও শুরু করবে বাংলাদেশ। সে লক্ষ্যে মঙ্গলবার নেপালের উদ্দেশে রওনা দেবে দল।
গতবারের দল থেকে নেই আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা।
গত ছয়টি সাফে বাংলাদেশের সঙ্গী ছিলেন গোলাম রব্বানী ছোটন। তিনি চলে যাওয়ার পর জাতীয় নারী ফুটবল দলের হাল ধরেন পিটার বাটলার। তার ছকেই সাফের শিরোপার লড়াইয়ে এবার খেলবেন সাবিনা-কৃষ্ণা-মারিয়ারা। নতুন কোচের অধীনে মেয়েরা মুকুট ধরে রাখতে পারবে কিনা, সেটা সময়ই বলে দেবে।
২৩ সদস্যের চূড়ান্ত দল: রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্না চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, সাগরিকা।