দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। দেশে রাজনৈতিক হাওয়া বদলের পর এই সিরিজ শেষ অবধি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে বাংলাদেশ থেকে নিরাপত্তা বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এদিকে নিজেদের প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদশ ক্রিকেট বোর্ডও।আগামীকাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (এসএ) চারজন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন।বোর্ড সূত্রের খবর, আগামীকাল বিকেলে ঢাকায় নামবেন এই চারজন। টেস্টের সম্ভাব্য দুই ভেন্যু মিরপুর ও চট্টগ্রামে ঘুরে দেখবেন তারা। এই দুই শহরে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কোথায় অনুশীলন করবেন এসবের সঙ্গে হাসপাতালের সুযোগ-সুবিধা দেখবে প্রতিনিধিদল।সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিকিউরিটির ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলবে বলে জানা গেছে। তবে এগুলোকে ‘রুটিন ওয়ার্ক’ বলছে বিসিবি।