বছরের নির্দিষ্ট সময়ে চলে পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) রক্ষণাবেক্ষণের কাজ। এরই অংশ হিসেবে কাবাঘরের গিলাফ ও রুকনে ইয়ামানির চারপাশে এ কর্মসূচি পালন করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পবিত্র কাবাঘরের কিসওয়াহ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের পরিচালক ফয়সাল বিন সালিহ মাদানি এবং কিসওয়াহ কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল আমজাদ বিন আয়াদ আল হাজমির তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।
কাবাঘর রক্ষণাবেক্ষণের বিষয়ে আমজাদ বিন আয়াদ বলেন, ‘প্রতিবছর নির্দিষ্ট সময়ে পবিত্র কাবাঘরের গিলাফ ও এর চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে।
এরই অংশ হিসেবে এবার রক্ষণাবেক্ষণের কর্মসূচি সম্পন্ন হয়েছে। পবিত্র কাবার প্রতি সৌদি সরকার ও জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল সুদাইসের নির্দেশনা অনুসরণ করে এসব কর্মসূচি পালন করা হয়। ’
প্রতিবছর পবিত্র কাবাঘরে নতুন গিলাফ লাগানো হয়। ইসলামের সূচনাকাল থেকে ৯ জিলহজ আরাফার দিন নতুন গিলাফ লাগানোর ঐতিহ্য ছিল। কারণ সেদিন হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করেন। ফলে কাবা প্রাঙ্গণ প্রায় জনশূন্য হয়ে পড়ে। কিন্তু রীতি ভেঙে এবার গত ১ জুলাই ১ মহররম হিজরি নববর্ষ উপলক্ষে নতুন গিলাফ কাবাঘরে মোড়ানো হয়।
২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ সুতা এবং ১০০ কেজি রুপার সুতা দিয়ে মূল্যবান এ গিলাফ তৈরি করা হয়। সব মিলিয়ে ৮৫০ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। তাই এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয়।
পিএসএন/এমআই