খুলনার কয়রায় জিএম মহসিন রেজা, ডুমুরিয়ায় এজাজ আহমেদ ও পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে আনন্দ মোহন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিতহয়েছেন। রবিবার (০৯ জুন) এই তিনটি উপজেলায় নির্বাচনে শেষে ভোট গণনায় এ ফলাফর পাওয়া গেছে। রাতে অসমর্থিত সূত্র এ তথ্য জানিয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় তিনটি উপজেলায় ভোট গ্রহণ রোববার (০৯ জুন) অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া, ফুলতলা ও কয়রা উপজেলায় তৃতীয় ধাপে গত ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ।
ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তিন জন। তারা হলেন, আওয়ামী লীগের জেলা শাখার সদস্য বর্তমান চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। আওয়ামী লীগের জেলা শাখার আরেক সদস্য বিশিষ্ট ব্যববসায়ী আজগর বিশ্বাস তারা এবং বিএনপি নেতা মোল্লা আবুল কাশেমের ছেলে অ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন।
কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে ছিলেন ৩ জন হলেন, সাবেক চেয়ারম্যান জি এম মোহসিন রেজা, বর্তমান চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট অনাদী সানা। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩২৩ ভোট। চেয়ারম্যান পদে তৃতীয় হয়েছেন এ্যাড. অনাদী সানা । ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৫৫৪ভোট। ভোটগ্রহণ শেষে রবিবার (৯ জুন) রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন কয়রা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার বি এম তরিক উজ-জামান। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে, উৎসব মুখর পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কাস্টিং হয়েছে ৬৫ হাজার ১০ ভোট। ৩৬ দশমিক ৪১ শতাংশ।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের এ্যাড. মেহেদি হাসান । তিনি পেয়েছেন ২৪ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের এ্যাড. আরাফাত হোসেন পেয়েছেন ১৯ হাজার৩৬৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ হাজার ৮৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের নাছিমা আলম । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের নিলিমা চক্রবর্তী ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭১৭ ভোট।
পাইকগাছায় চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ প্রার্থী ছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট স ম শিবলী নোমানী রানা ও আছাদুল বিশ্বাস প্রার্থী হন। পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ( চিংড়ি মাছ) পেয়েছেন ৩৩ হজার ৫৯৮ ভোট। প্রতিদ্বন্দ্বী শেখ কামরুল হাসান টিপু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫২৯ ভোট।