১০ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশনের খুলনা এরিয়া কোর্ডিনেশন অফিস কনফারেন্স রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম আয়োজিত ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান-২০২৪ ঝরে পড়া কন্যা শিশু,অভিভাবক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের উদ্দেশ্য: কন্যা শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণ, সমাধানের উপায়,অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং স্কুলে ফিরিয়ে আনার কৌশল। ঝরে পড়া কন্যা শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং তাদের অধিকার সুরক্ষিত করা। এই উদ্যোগে অভিভাবক এবং শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। উক্ত সংলাপে প্রধান অতিথি ছিলেন শেখ অহিদুল আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খুলনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ শাহজাহান থানা শিক্ষা অফিসার খুলনা সদর খুলনা। উক্ত সংলাপে আরো অংশগ্রহণকারীরা হলেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, অভিভাবক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ।
ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -