টেলিভিশনের অস্কার বলা হয় এমি অ্যাওয়ার্ডসকে। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয় ৫২তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস। এবার এমি জিতে চমক দেখিয়েছে ফ্রান্সের সিরিজ ‘ড্রপস অব গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে।
ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। আওকবাব-চুটিমন চুয়েংচারো এনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্র হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে।
এবারের আসরের সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ‘অটো ব্যাক্সটার: নট আ ফা** হরর স্টোরি’। স্পোর্টস ডকুমেন্টারি বিভাগে বিজয়ী হয়েছে ‘ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি’ (যুক্তরাজ্য)। নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট বিভাগে বিজয়ী ‘দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিসটেকস’। কিডস: অ্যানিমেশন বিভাগে সম্মাননা পেয়েছে ‘ট্যাবি মকট্যাট’ (যুক্তরাজ্য)। কিডস: ফ্যাকচুয়াল বিভাগে বিজয়ী ‘দ্য সিক্রেট লাইফ অব ইউর মাইন্ড (মেক্সিকো)।
এ বছর এ পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ভারতীয় কমেডিয়ান ও অভিনেতা বীর দাস। বীর দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিংয়ের জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন।