ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অন্যতম আসামি জিহাদ হাওলাদারের হাতে তুলে দেওয়া হলো মামলার চার্জশিটের কপি। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় জিহাদকে। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার হাতে চার্জশিটের কপি তুলে দেয় সিআইডি।
মামলার অপর অভিযুক্ত মো. সিয়ামের হাতেও চার্জশিটের কপি তুলে দেওয়ার কথা ছিল এদিন। তবে শারীরিক অসুস্থতার কারণে তাকে এদিন আদালতে উপস্থিত করা যায়নি।
গত ১৬ আগস্ট এই দুই আসামির বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট জমা দেয় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ-সিআইডি। ২৬৩ পৃষ্ঠার চার্জশিটে ১০১ জনকে সাক্ষী রাখা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৬১ ধারায় তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। আদালতের নির্দেশে জিহাদ ও সিয়াম উভয়ই রয়েছে দমদম কেন্দ্রীয় কারাগারে। আগামী ১৩ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীবা আবাসনে আনোয়ারুল আজিম আনারকে শ্বাসরোধে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদে সিয়াম জানিয়েছে, আনারকে হত্যা করার পর তাঁর মাংস ও হাড় আলাদা করা হয়। তারপর করা হয় ছোট ছোট টুকরো এবং কিমা।