মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে একদিনের ব্যবধানে উইকেটের দুই রূপ দেখা গেল। রোববার মিরপুরে প্রাইম ব্যাংক ডিপিএলের রেকর্ড ৪২২ রান করে বড় ব্যবধানে জিতেছিল। সোমবার হোম অব ক্রিকেটে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছে শাইনপুকুর।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ইয়াসির রাব্বি-নুরুল হাসানদের ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিটন দাস-জুনিয়র তামিমদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
সোমবার মিরপুরে শাইনপুকুর শুরুতে ব্যাট করে রেজাউর রহমান রাজা ও তানভির ইসলামের বোলিংয়ে ২৫.৫ ওভারে অলআউট হয়। তারা তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন শেখ মাহেদী। শাইনপুকুরের হয়ে ওপেনার মঈনুল ১৮ ও নিওন জামান ১৪ রান করেন। জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯.৩ ওভারে জয় তুলে নেয়। তানজিদ তামিম ৩৫ ও সাইফ হাসান ৩৯ রান করেন।
গাজী গ্রুপ শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে। ওপেনার সাদিকুর ৩০ রান করেন। তার সঙ্গী এনামুল হক বিজয় ৬৯ ও তিনে নামা শামসুর রহমান ৬০ রান করেন। পরে আমিনুল বিপ্লব ৪৪ ও তোফায়েল ৩৩ রানের ইনিংস খেলেন। ধানমন্ডি ৩৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়। রাব্বি ১৮ ও সোহান ৩৩ রান করেন।
মোহামেডানকে হারিয়ে চমক দেওয়া ও তরুণদের নিয়ে গড়া গুলশান ক্লাব এদিন অগ্রহী ব্যাংকের বিপক্ষে ২২২ রানে অলআউট হয়। অগ্রণী ব্যাংক এক ওভার থাকতে জয় তুলে নেয়। গুলশানের হয়ে ৬০ রান করেন লিটন দাস। অগ্রণী ব্যাংক ইমরানুজ্জামানের ৭৫ রানের পর অমিত হাসানের ৬৩ এবং মার্শাল আইয়ূবের ৪০ ও তাইবুর রহমানের ৩৫ রানে জয় পেয়েছে।