বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণ এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ‘স্যাম বাহাদুর’-এর পর আবার বড়পর্দায় গল্প বলতে ফিরছেন নির্মাতা মেঘনা গুলজার। এবার গল্প আরও ধারালো, আরও গভীর– নাম ‘দায়রা’। এই দুই তারকাকে প্রথমবারের মতো দেখা যাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেঘনা এবং পৃথ্বীরাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে কারিনা লিখেছেন, ‘সবসময় বলেছি, আমি একজন পরিচালককেন্দ্রিক অভিনেত্রী। এবার আমি কাজ করছি আমাদের অন্যতম সেরা পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে। সেই সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ। স্বপ্নের মতো একটি দল। সিনেমাটিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
অন্যদিকে পৃথ্বীরাজ সুকুমারণ বলেন, ‘নির্মাতার কাছে থেকে চিত্রনাট্য শোনার পরই বুঝেছিলাম, কাজটি আমাকে করতেই হবে। আমার চরিত্রটি বেশ জটিল, বহুস্তরবিশিষ্ট; যা দর্শকদের মনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে বলে বিশ্বাস করি।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দায়রা’ একটি সামাজিক বাস্তবতাভিত্তিক ক্রাইম-ড্রামা। যেখানে সমাজের অপরাধ, বিচার ব্যবস্থা এবং ন্যায়বিচারের জটিলতা দেখানো হবে।’
পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘দায়রা’ আমাদের সমাজ ও তার কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। সাদা-কালোর মাঝখানে লুকিয়ে থাকা ধূসর দিকগুলো নিয়ে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং মজাদার। কারিনা ও পৃথ্বীরাজ এই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলবেন বলেই আমার বিশ্বাস।’
এদিকে এরই মধ্যে বলিউডে ২৫ বছর পূর্ণ করেছেন কারিনা। তাঁর সিনেমায় যাত্রায় তিনি গ্ল্যামারাস চরিত্রের বাইরে বেরিয়ে এসে হানসল মেহতা ও সুজয় ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করে নিজের অভিনয় দক্ষতার নতুন দিগন্ত খুলে দিচ্ছেন। এই জায়গায় মেঘনা গুলজারের সঙ্গে তাঁর কোলাবোরেশন নিঃসন্দেহে সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।
‘দায়রা’ নির্মাণ করছে জংলি পিকচার্স। যারা এর আগে ‘রাজি’ এবং ‘তালভার’-এর মতো সফল ছবি প্রযোজনা করেছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।