আমির খান ও সালমান খান একসঙ্গে সিনেমায় কাজ করেছেন। তবে শাহরুখ খানের সঙ্গে এখনও জুটি বাঁধা হয়নি আমির খানের। অন্যদিকে সালমান-শাহরুখকেও পর্দায় একসঙ্গে পাওয়া গেছে। গেল বছর গুঞ্জন উঠেছিল তিন খানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। সেই সিনেমা নিয়ে বিশেষ কেউ মুখ খুলছিলেন না। এবার সেই গুঞ্জনের ইতি টেনে দিলেন আমির খান।
পারফেকশনিস্ট জানিয়ে দিলেন, সালমান ও শাহরুখের সঙ্গে বসে নতুন ছবি নিয়ে আলোচনা হয়েছে তার।
চলমান সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার পর এ বিষয়ে আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘ছয় মাস আগে সালমান ও শাহরুখের সঙ্গে দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়। সত্যিই আমাদের একসঙ্গে ছবি করা দরকার। আমরা আলোচনার মধ্যেই আছি। দেখা যাক কত দূর এগোয়!’
আমির খান জানান, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। তবে সঠিক স্ক্রিপ্টের জন্য এখন নাকি তারা অপেক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে।
গত বছরের শেষে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রাতভোর জমিয়ে পার্টি করেছিলেন সালমান, আমির ও শাহরুখ। সেই খবর সামনে আসার পরই অনেকে অনুমান করেছিলেন এবার হয়ত এক হচ্ছেন তিনি খান। এখন শুধু ঘোষণার অপেক্ষা। সূত্র: এনডিটিভি।