উত্তর ইসরায়েলের আবাসিক এলাকার বাসিন্দাদের ইসরায়েলি সেনা অবকাঠামো থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ। গতকাল শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এই সতর্কবার্তা দেয়। খবর আরব নিউজের
আরবি ও হিব্রু ভাষায় দেওয়া হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি শত্রুসেনারা উত্তর ইসরায়েলের সাধারণ মানুষের বাড়িঘর যুদ্ধের জন্য ব্যবহার করছে। হাফিয়া, তিবেরিয়াস, একরসহ আবাসিক বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে। তাই, জীবন নিয়ে নিরাপদে থাকার জন্য ইসরায়েলের বাসিন্দাদের সেনাবাহিনীর আশেপাশে না থাকতে সতর্ক করেছে হিজবুল্লাহ।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রায় এক বছরের মতো সীমান্তে যুদ্ধের পর ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননের উপর হামলা তীব্র করে। এই হামলায় এ পর্যন্ত লেবাননে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। হিজবুল্লাহ বারবার ঘোষণা দিয়েছে, উত্তর ইসরায়েলে তারা রকেট নিক্ষেপ করছে।