পরীক্ষায় কিলিয়ান এমবাপের ঊরুতে চোট ধরা পড়েছে বলে জানিয়েছে রেয়াল মাদ্রিদ। সূত্রের বরাত দিয়ে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিনের জন্য ছিটকে গেছেন ফরাসি তারকা। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার আতালান্তার মাঠে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচের দশম মিনিটে দলের প্রথম গোলটি করেন এমবাপে। পরে ৩৬তম মিনিটে মাঠ ছেড়ে যান এই ফরোয়ার্ড।
ম্যাচের পর রেয়াল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেন, এমবাপের চোট খুব গুরুতর নয়।
ইউরোপ চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ২৫ বছর বয়সী তারকার বাম ঊরুতে চোটের কথা জানায়। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
আগামী শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে তার খেলা নিয়েও এখন ঘোর অনিশ্চয়তা।
আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে নতুন আঙ্গিকে বিভিন্ন মহাদেশের সেরা ক্লাবগুলোর এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহায়। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পেয়েছে রেয়াল। ফাইনালে তারা লড়বে মেক্সিকোর পাচুকা অথবা মিশরের আল আহলির বিপক্ষে।
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে রেয়ালে যোগ দেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে ২২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।