ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলে চলাচলকারী উভয় পাশের সব ট্রেনের চলাচল। দু’ঘণ্টা পর উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে গেলে চলাচল স্বাভাবিক হয়।
গতকাল সকাল ৭টার দিকে জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পর ডাউন আউটার সিগন্যালের কাছে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পঞ্চগড়গামী ট্রেনের লোকোমাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এটিকে তারা ট্রেনের শাটডাউন বলেন।
জয়পুরহাট স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় সিঙ্গেল লাইনের জন্য উত্তরের বরেন্দ্র ও চিলাহাটি এক্সপ্রেস এবং দক্ষিণের তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
Leave a comment