আসন্ন কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ইকুয়েডরের মুখোমুখি হয় টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে ডি মারিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় শিকাগোর সোলজার ফিল্ডে শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে মাঠে নামেননি লিওনেল মেসি। অবশ্য কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়ে রেখেছিলেন মেসিকে পুরো ম্যাচ খেলাবেন না। তাইতো ম্যাচের ৫৬তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে নামানো হয় আর্জেন্টাইন অধিনায়ককে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তেরা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৪০তম মিনিটের জন্য। রোমেরোর অ্যাসিস্টে গোলটি করেন ডি মারিয়া। এতে ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধে মেসি নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
কোপা আমেরিকার এবারের আসর বসছে যুক্তরাষ্ট্রে। তাই দেশটিতেই প্রীতি ম্যাচগুলো খেলছে মেসি-ডি মারিয়ারা। আর্জেন্টিনার আগামী ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে গুয়েতেমালার।
প্রসঙ্গত, কোপা আমেরিকার গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় কানাডা, ২৬ জুন সকাল ৭টায় দ্বিতীয় ম্যাচে চিলি ও ৩০ জুন ভোর ৬টায় (তৃতীয় ম্যাচ) পেরুর মোকাবিলা আলবেসেলেস্তেরা। অপরদিকে, কোপা আমেরিকার গ্রুপ পর্বে ইকুয়েডরের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, মেক্সিকো ও জ্যামাইকা।