ইউক্রেনকে কেবল সামরিকভাবে নিষ্ক্রিয় করতে চায় রাশিয়া, কোনোভাবেই মস্কোর ইউক্রেন দখল করার পরিকল্পনা নেই। শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা জানিয়েছেন।
এসময় ইউক্রেনকে গণতান্ত্রিক রাষ্ট্র বলতেও অস্বীকৃতি জানিয়েছেন ল্যাভরভ। তার দাবি, ইউক্রেনে রুশ ভাষায় কথা বলা মানুষদের ভালো চোখে দেখা হয় না।
ল্যাভরভের এমন দাবির কিছুক্ষণ আগেই এক টুইটে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে নয় কিলোমিটার দূরের ওবোলন শহরে অবস্থান করছে।’
রুশ সেনারা স্থানীয়দের তাদের সাথে যোগ দেয়ার জন্য উৎসাহ দিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাথে আরেক দল মানুষকে আশ্রয় চাওয়ার পরামর্শও দিচ্ছে রুশ সেনারা।
সামরিক বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসময় কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
সূত্র: বিবিসি
পি এস/এন আই