সম্প্রতি ইউক্রেন সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তার সফরসঙ্গী ছিলেন রোমানিয়া, জার্মানি ও ইতালির রাষ্ট্রনেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিন নেতা দেখা করেছেন, একসঙ্গে প্রেস কনফারেন্স করেছেন এবং রুশ হামলার শিকার হওয়া অঞ্চল পরিদর্শন করেছেন। ইউক্রেনে প্রেস কনফারেন্সে জেলেনস্কিকে আলিঙ্গন করেন ম্যাকরন। তবে সেসময় জেলেনস্কির চোখে-মুখে ছিল রাজ্যের অস্বস্তি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কয়েকদিন আগেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করা রাশিয়ার পক্ষে কথা বলেছিলেন ম্যাকরন। তিনি সংঘাত নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনকে বৈঠকে বসতেও পরামর্শ দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ইউক্রেনের স্বাধীনচেতা নাগরিক ও তাদের নেতা জেলেনস্কি ম্যাকরনের ওপর নাখোশ। তাই জেলেনস্কির এমন ‘নিরুত্তাপ’ আচরণে হয়তো অবাক হননি ম্যাকরন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এখনও সেই অভিযান অব্যাহত আছে। এরইমধ্যে ইউক্রেনের কয়েকটি অঞ্চল দখলে নিতে সমর্থ হয়েছে তারা।
পি এস/এন আই