যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনকে সবুজ সংকেত দেওয়ার পর এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বাইডেন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়ে সংঘাতের আগুনে ঘি ঢালছে বলে রাশিয়া মন্তব্য করেছে।
সোমবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখন্ডের গভীরে ছোড়া হলে মস্কো একে ইউক্রেইনের হামলা নয়, বরং সরাসরি যুক্তরাষ্ট্র থেকে হামলা বলে গণ্য করবে।বিবৃতিতে আরও বলা হয়, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন যে ‘আগুনে ঘি ঢালার’ পদক্ষেপ নেওয়া এবং সংঘাত ঘিরে উত্তেজনা আরও উস্কে দিতে চায় সেটি স্পষ্ট।
বিবিসি লিখেছে, কয়েক মাস ধরেই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস নিজের দেশের বাইরে ব্যবহারের অনুমতি চাইছিলেন।এরপর বাইডেনের নতুন সিদ্ধান্তের খবরে রোববার তিনি বলেন, “এ ধরনের বিষয় ঘোষণা করা হয় না, ক্ষেপণাস্ত্র কথা বলে।”রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিইভ হামলা চালালে তা যুদ্ধে নেটো সামরিক জোটের ‘সরাসরি অংশগ্রহণের’ শামিল হবে।
যুক্তরাষ্ট্রের সবশেষ সিদ্ধান্তের বিষয়ে ক্রেমলিন কড়া প্রতিক্রিয়া জানালেও পুতিন এখনও নিজে থেকে কোনও মন্তব্য করেননি।এর আগে ওয়াশিংটনের সিদ্ধান্ত ছিল, রাশিয়ার কুরস্ক অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেইনীয় বাহিনী, যেখানে কিইভ গত অগাস্টে আকস্মিক আক্রমণ শুরু করে। কিন্তু বাইডেন বিদায় নেওয়ার আগে ইউক্রেইনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়ে নীতির বড় ধরনের পরিবর্তন ঘটালেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে বলেছেন, উত্তর কোরিয়ার সেনাদেরকে ইউক্রেইনে যুদ্ধ করার যে অনুমতি রাশিয়া দিয়েছে, তার প্রতিক্রিয়ায়ই বাইডেন এমন সিদ্ধান্ত নিয়েছেন।