নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই আনতে দেরি করলেও অ্যাপলের এআই’ই হবে ‘সেরা’– সম্প্রতি অ্যাপলের এআই পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাব এমনই বলেছেন কোম্পানিটির নির্বাহী প্রধান টিম কুক।
এ বছরের শুরুর দিকে নিজেদের সফটওয়্যার ইভেন্টে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে বেশ কিছু নতুন ফিচার উন্মোচন করেছে কোম্পানিটি। যার মধ্যে রয়েছে বিভিন্ন ফলাফল খোঁজা বা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ওপেন ওয়েবের সহায়তা নিতে বলার বদলে অ্যাপলের এআই সিস্টেমটি কাজ সহজ করতে ব্যবহারকারীর ব্যক্তিগত প্রসঙ্গের ভিত্তিতে তথ্য দেবে এবং আসবে সিরি’র এক নতুন সংস্করণ।
চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তির বিকাশের মধ্যে অ্যাপলের পরিকল্পনা নিয়ে ক্রমবর্ধমান প্রশ্নের উত্তর হিসাবে নতুন এসব ফিচার তৈরি করেছে টেক জায়ান্টটি। এআই আনতে অ্যাপল দেরি করছে কি না বা আদৌ কোম্পানিটি এআই প্রতিযোগিতায় অংশ নেবে কি না এমন প্রশ্নও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
চ্যাটজিপিটি ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মতো প্রযুক্তির দৌড়ে অন্যান্য প্রতিযোগীদের কাছ থেকে অ্যাপল প্রায় দুই বছর পিছিয়ে রয়েছে বলে স্বীকার করেছে কোম্পানিটি।ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কুক বলেছেন, এসব ফিচার আনার ক্ষেত্রে অ্যাপলের কাজের গতি গুরুত্বপূর্ণ নয়, বরং এগুলো কতটা কাযকর সেটা গুরুত্বপূর্ণ। একইভাবে অ্যাপলের লক্ষ্য প্রথম হওয়া নয়, বরং সেরা হওয়া।
আসন্ন বিভিন্ন পণ্যে অ্যাপল এমন কিছু আপডেট নিয়ে আসবে, যা কোম্পানিটিকে সেরা হতে সহায়তা করবে, বলেছেন কুক। বিভিন্ন ফলাফল খোঁজা বা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ওপেন ওয়েবের সহায়তা নিতে বলার বদলে অ্যাপলের এআই সিস্টেমটি কাজ সহজ করতে ব্যবহারকারীর ব্যক্তিগত প্রসঙ্গের ভিত্তিতে তথ্য দিয়ে দেবে এই টুলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি মানুষের জীবনকে ‘গভীরভাবে আলাদা’ করে তুলবে।
অগমেন্টেড রিয়ালিটি নিয়ে অ্যাপলের কাজও অনেকটা একইভাবে এগোবে বলে ইঙ্গিত দেন কুক। অ্যাপল ভিশন প্রো নিয়ে অ্যাপলের কাজ এখনও প্রথম ধাপে রয়েছে। তবে এর কাজের গতি বাড়ানোর লক্ষ্য রয়েছে কোম্পানিটির, বলেছেন অ্যাপল সিইও।অ্যাপল ভিশন প্রোর দাম সাড়ে তিন হাজার ডলার। খুব বেশি দামের পণ্য না হলেও এই মুহুর্তে এটি একটি আর্লি-অ্যাডপ্টার পণ্য। যারা ভবিষ্যতের প্রযুক্তি এখনওই পেতে চান, এটি মূলত তাদের জন্য। তবে এ ধরনের মানুষের সংখ্যা বেশি, যা বেশ রোমাঞ্চকর।”