অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত সমুদ্রসৈকতে আটকা পড়েছে দেড় শতাধিক ডলফিনের একটি দল। স্থানীয় পরিবেশ কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েক ডজন ডলফিনের মৃত্যু হয়েছে।
তারা বলছেন, এগুলো সব বিরল প্রজাতির ডলফিন। আটকা পড়া ডলফিনের সংখ্যা ১৫৭টি। এগুলো সমুদ্রের গভীরে বিচরণ করা একটি প্রজাতি।
জানা গেছে, এখনও ৯০টির মতো ডলফিন জীবিত রয়েছে। দেখতে তিমির মতো হওয়ায় এগুলোকে ‘ফলস কিলার হোয়েলস’ নামে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় বন্যপ্রাণী কর্মকর্তা ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, বেঁচে থাকা ডলফিনগুলোকে ফের পানিতে ভাসিয়ে দেওয়া তাদের জন্য কঠিন হবে, কেননা প্রতিটি ডলফিনের ওজন এক টনের বেশি বলে ধারণা করা হচ্ছে। বিবিসি